১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ প্রশ্ন
আজকে আমরা ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি স্বরূপ কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে হাজির হয়েছি। তাই সকল চাকরির প্রস্তুতি নেওয়া পাঠক পাঠিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের আর্টিকেলটি।
আপনি কি বিভিন্ন সরকারি বেসরকারি অথবা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে সঠিক জায়গায় এসেছেন। আসসালামু ওয়ালাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি সহ সকল চাকরি পরীক্ষায় কারক ও বিভক্তি থেকে একাধিক প্রশ্ন করা হয়ে থাকে। এই টপিকটি প্রতিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি সরূপ কারো বিভক্তি থেকে বিগত সালের যে সকল প্রশ্ন এসেছিল সকল প্রশ্ন একসাথে সমাধান আকারে দিয়েছি।
আরও পড়ুন
কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ প্রশ্ন
শিক্ষক নিবন্ধন প্রস্তুতি বিরাম চিহ্নের ব্যবহার
ভুল সংশোধন বা শুদ্ধকরণ শিক্ষক নিবন্ধন প্রস্তুতি
বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্রশ্ন ও উত্তর
নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ভাষারীতি ও বিরাম চিহ্ন
কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ প্রশ্ন ২০২৪
কারো ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হল-
গুরত্বপূর্ণ প্রশ্ন | উত্তর |
---|---|
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? | কারক |
“দ্বারা”, “দিয়া”, “কর্তৃক” – বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? | তৃতীয়া বিভক্তি |
কোনটি অপাদান কারক? | ট্রেন স্টেশন ছেড়েছে |
“সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা।” এখানে “ঔষধ” শব্দ কোন কারকে কোন বিভক্তি? | কর্মকারকে শূন্য |
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস” – এই বাক্যে “আকাশে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? | অধিকরণ কারকে সপ্তমী |
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? | ঘোড়াকে চাবুক মার |
“তিলে তৈল হয়” – কোন কারকে কোন বিভক্তি? | অপাদান কারকে ৭মী |
“শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে” – এখানে “পাঠে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? | অধিকরণে সপ্তমী |
“টাকায় টাকা আনে” – এখানে “টাকায়” কোন কারকে কোন বিভক্তি? | কর্তৃকারকে ৭মী |
গুরত্বপূর্ণ প্রশ্ন বাক্য | পদ | কারক | বিভক্তি |
---|---|---|---|
আকাশে চাঁদ উঠেছে | আকাশে | অধিকরণ | ৭মী |
সব ঝিনুকে মুক্তা মিলে না | ঝিনুকে | অপাদান | ৭মী |
বাড়ি থেকে নদী দেখা যায় | বাড়ি থেকে | অধিকরণ | ৫মী |
ডাক্তার ডাক | ডাক্তার | কর্মকারক | শূন্য |
দেশের জন্য সেবা কর | দেশের | সম্প্রদান | ৬ষ্ঠী |
বুলবুলিতে ধান খেয়েছে | বুলবুলিতে | কর্তৃকারক | ৭মী |
অধিকরণ কারকের উদাহরণ কোনটি? | তিলে তেল আছে | তিলে | অধিকরণ |
তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না | নখের | করণ | ৬ষ্ঠী |
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ প্রশ্ন
Read More
১৯ তম শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম