Ntrca Preparation

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর [ স্কুল, ইস্কুল ২, প্রভাষক নিবন্ধন]

বিগত সালের ১ম থেকে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায়, সন্ধি বিচ্ছেদ থেকে ১১ থেকে একাধিক প্রশ্ন করা হয় প্রতিবছর প্রতিবার নিবন্ধন পরীক্ষায়। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ থেকে বরাবরই প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনি যদি চাকরির প্রত্যাশী বা চাকরির প্রস্তুতি নিতে আগ্রহী হয়ে থাকেন? তাহলে আজকের সন্ধি বিচ্ছেদ আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এবং ১৮ তম নিবন্ধন এর সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এনটিআরসিএ কর্তৃপক্ষ এর কাছে থেকে জানা যায় ২০২৪ সালের মধ্যে ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে। তাই আপনারা যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে চান অথবা বেসরকারি শিক্ষক নিবন্ধন হিসাবে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন? তাহলে এখন থেকেই এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে থাকেন।

আরও পড়ুন

কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ প্রশ্ন

শিক্ষক নিবন্ধন প্রস্তুতি বিরাম চিহ্নের ব্যবহার

ভুল সংশোধন বা শুদ্ধকরণ শিক্ষক নিবন্ধন প্রস্তুতি

বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্রশ্ন ও উত্তর

নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর

শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ভাষারীতি ও বিরাম চিহ্ন

গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর

গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্নউত্তরব্যাখ্যা
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?ক) কুলটাকুলটা শব্দটিতে কুল এবং টা ধ্বনিগুলির মধ্যে কোনো নিয়ম অনুসারে সন্ধি হয়নি।
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?গ) দিগন্তদিগন্ত শব্দটিতে দি (ব্যঞ্জন) +  (স্বর) ধ্বনিগুলির মিলনে সন্ধি ঘটেছে।
‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?ঘ) অতি + অন্তঅত্যন্ত শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ অতি + অন্ত
‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?ক) তনু + ঈতন্বী শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ তনু + ঈ
‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো –গ) সদৈবসদা + এব এর সঠিক সন্ধি সদৈব
‘গায়ক’ – এর সন্ধি কোনটি?ঘ) গৈ + অকগায়ক শব্দটির সঠিক সন্ধি গৈ + অক
‘নাত + জামাই’ – এর সঠিক সন্ধিরূপ কোনটি?গ) নাজজামাইনাত + জামাই এর সঠিক সন্ধিরূপ নাজজামাই
‘বনস্পতি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?গ) বন + পতিবনস্পতি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ বন + পতি
‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?ঘ) নাত + জামাইনাজজামাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ নাত + জামাই
‘ষষ্ঠ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?খ) ষষ + থষষ্ঠ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ ষষ + থ
গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ
গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্নউত্তরব্যাখ্যা
‘রাজ্ঞী’ – এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?ক) রাজ্ + নীরাজ্ঞী শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ রাজ্ + নী
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?ঘ) দিব্ + লোকদ্যুলোক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ দিব্ + লোক
‘নাবিক’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?গ) নৌ + ইকনাবিক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ নৌ + ইক
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?ঘ) আশ্চর্যআশ্চর্য শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধি
‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ –ক) লো + অনলবণ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ লো + অন
সন্ধির প্রধান সুবিধা কী?গ) উচ্চারণের সুবিধাসন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?গ) পর + পর = পরস্পরপর + পর = পরস্পর সন্ধিটি নিপাতনে সিদ্ধ
বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?ক) দুইবিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে
ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি?খ) সচ্ছাত্রত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। সচ্ছাত্র এর উদাহরণ।
‘বৃষ্টি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?গ) বৃষ্ + তিবৃষ্টি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ বৃষ্ + তি
গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ও উত্তর

Read More

১৯ তম শিক্ষক নিবন্ধন আবেদন করার নিয়ম

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি

১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৪

BD Govt

B Govt. Com এর পক্ষ থেকে স্বাগতম। BD Govt সাইটে সরকারি সকল চাকরির খবর, শিক্ষামূলক তথ্য, স্বাস্থ্য টিপস, টেকনোলজি এবং বাংলাদেশের সরকারি তথ্য দেওয়া হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button