Technology

২০২৪ সালের সেরা স্মার্টফোনসমূহ|

পৃথিবীতে অনেক ধরনের স্মার্টফোন রয়েছে। যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আশা করা যাচ্ছে যে,  এই বছর ২০২৪ সালে অনেক নতুন নতুন আপডেটেট ফোন লঞ্চ হতে যাচ্ছে। যা গ্রাহকদের প্রিমিয়াম ফোনগুলোর প্রতি আরো আগ্রহ তৈরি করবে। মুঠোফোনের বাজার জুড়ে যে সকল ফোন নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেগুলোকে ফ্ল্যাগশিপ ফোন বলা হয়। ফ্ল্যাগশিপ ফোন হল কোম্পানির শ্রেষ্ঠ ফোনের সিরিজ। প্রত্যেক কোম্পানি ফ্ল্যাগশিপ ফোন তৈরী করে না। কিছু কিছু কোম্পানি রয়েছে যারা ফ্ল্যাগশিপ ফোন তৈরি করে। ফ্লাগশিপ ফোন অন্যান্য ফোন থেকে ভিন্ন। ফ্লাগশিপ ফোনগুলো অন্য ফোন থেকে ভালো অপ্টিমাইজড পারফরম্যান্স অফার করে থাকে।

আমাদের আজকের আর্টিকেলে ২০২৪ সালের কিছু ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ ও বাজেট স্মার্টফোন নিয়ে আলোচনা করবো।

আলোচ্য বিষয়

  • ২০২৪ সালের কিছু ফ্ল্যাগশিপ ফোন
  • কিছু বাজেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন 
  • মিড-রেঞ্জ ফোন
  • কিছু বাজেট স্মার্টফোন
  • কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর 
  • আমাদের শেষ কথা

২০২৪ সালের কিছু ফ্ল্যাগশিপ ফোন :

২০২৪ সালের যে ফ্লাগশিপ ফোন গুলো আমাদের চোখ আর্কষন করেছে সেগুলো হল :

  • Samsung Galaxy S24 Ultra 
  • Motorola Thinkphone 2
  • OnePlus Open 2
  • Google Pixel 9 and Pixel 9 Pro
  • Samsung Galaxy A55
  • Motorola Razr + 2
  • LG Wing 2 

Samsung Galaxy S24 Ultra :

Samsung Galaxy S24 Ultra হতে যাচ্ছে ২০২৪ সালের চমৎকার আর্কষন। স্যামসাং আল্টা ডিভাইস গুলি জনপ্রিয় হয়ে ওঠেছে দিনের পর দিন। আশা করা যায় এবার ও নতুন চমৎকার নিয়ে হাজির হবে। এছাড়াও আরো আশা করা যায় Samsung Galaxy S24 Ultra এ থাকবে নতুন নতুন আপডেট , প্রিমিয়াম কোয়ালিটি , ভালো মানের উন্নত ক্যামেরা। Samsung Galaxy S24 Ultra এর আন-অফিসিয়াল মুল্য হল: ১,৬০,০০০ টাকা।

Motorola Thinkphone 2 :

Motorola Thinkphone 2 এই ফোনটি ২০২৪ সালে ২০২৩ সালের মতো স্থান গহন করতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কারন এর মার্কেটিং দূর্বল এবং এর ক্যারিয়ার স্টোরগুলোর অভাব রয়েছে। এটি ওজনে হালকা , সম্মানজনক রও কর্মক্ষমতা রয়েছে ,৬৮ ওয়াল্ড দ্রুত চার্জিং ,  ব্যাটারি লাইফ দূর্দান্ত , আরামিড ফাইবার ওয়েব রয়েছে। Motorola Thinkphone 2 এর মুল্য হল: ১,১৫,০০০ টাকা। 

Oneplus Open 2 :

Oneplus open 2 একটি অসাধারণ ফোন। এই ফোনের ডিসপ্লে সামান্য প্রশস্ত বাইরের। এটি অপেক্ষাকৃত হালকা। এবং এটি একটি ভাজেঁ  মাল্টি টাস্কিং খেলাধুলা করে। One plus open 2 একটি জনপ্রিয় ফোন হয়ে উঠবে, যুদি ভবিষ্যতে Oneplus নতুন সংস্করণগুলিতে OxygenOs ব্যবহার করার জন্য কিছুটা কম বিরক্তিকর করে তুলতে পারে। Oneplus Open 2 এর বাংলাদেশ মুল্য হল: ১,৯০,০০০ টাকা।

Google Pixel 9 And Pixel 9 Pro: 

প্রত্যাশিত করা যায় Google Pixel 9 এর ৬.৫ ডিসপ্লে সজ্জিত করা হবে এবং Pixel 9 pro  ৬.৭ ডিসপ্লে হবে। সম্প্রতি লিকার রিপোর্ট করেছেন যে সমস্ত গুগল পিক্সেল ৯ এ বড় ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত হবে। এছাড়া এতে একটি শালীন ট্র‍্যাক রেকর্ড রয়েছে । Google Pixel 9 এর প্রাইজ অনুমান করা যাচ্ছে ৫৪,২৫২ টাকা হবে এবং Google Pixel 9 Pro এর মুল্য এখন জানানো হয়নি। 

Samsung Galaxy A55 :

Samsung Galaxy A55 কে একটি উন্নত ফোন হিসেবে দেখতে চাই। উন্নত মানের ক্যামেরা আশা করা যায়। পূর্ববর্তী তত্ত্ব তেকে জানা যায় এতে থাকতে পারে ৫০ এমপি ক্যামেরা, ৬.৫ ইঞ্চি FHD + 120Hz Oled স্ক্রিন, ২৫ ওয়াল্ড তারযুক্ত চার্জিং সিস্টেম। Samsung Galaxy A55 এর মুল্য 8GB RAM + 128GB storage হল: ৬৫,০০০ টাকা। এবং 8GB RAM + 256GB storage এর জন্য হল ৭৫,০০০ টাকা। 

Motorola Razr +2 :

Motorola Razr +2 তে দেখতে চাই নতুন রঙ, দূর্দান্ত বাহ্যিক ডিসপ্লে এবং উন্নত সফটওয়্যার। মটোরোলাকে ফ্লিপ ফোনের রাজা হতে বেশি কষ্ট করতে হবে না। আশা করা যায় মটোরোলা এবার নতুন চমৎকার নিয়ে আসবে। Motorola Razr +2 এর বাংলাদেশ মুল্য হল: ১,৬২,৪৯৮ টাকা।

LG Wing 2 :

LG নিয়ে আসছে নতুনত্ব। LG Wing 2 একটি ক্লাসিক ফোন হয়ে দাঁড়াবে আশা করা যায়। কিন্তু এর বিক্রয় হয়ে উঠছে দূর্বল। তাই এখনও নিশ্চিত নয় ২০২৪ সালে LG Wing 2 থাকবে কিনা। LG Wing 2 এর মুল্য অনুমান করা যাচ্ছে বাংলাদেশের  ৮০,০০০ টাকা হবে।

কিছু বাজেট ফ্ল্যাগশিপ ফোন :

কোনোকিছু কিনতে গেলে বাজেট নিয়ে ভাবাটা স্বাভাবিক। স্মার্টফোন কিনার সময়ও মানুষ বাজেট নিয়ে মাথা গামায়। বাজেটের মধ্যে অনেক ধরনের ফোন রয়েছে। ২০২৪ সালেও বাজেটের মধ্যে এমন কিছু ফ্ল্যাগশিপফোন পেয়ে যাবেন। এদের মধ্যে একটি হল: Samsung Galaxy S22 এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্ত্বেও বাজেট সমস্ত। যারা বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন খোজঁতেছেন তারা এ ফোনটি বাছাই করতে পারেন। এই ফোন এর অফিসিয়াল মুল্য হল:  ৫৬,০০০ থেকে শুরু। 

 মিড-রেঞ্জ ফোন : 

মিড-রেঞ্জ এর মধ্যে অনেক ধরনের ফোন পেয়ে যাবেন বাজারে। এগুলোর মধ্যে Samsung Galaxy A54 5G সেরা একটি মিড-রেঞ্জ বাজেটের ফোন। এছাড়াও আরো অন্যতম মিড-রেঞ্জ এর ফোন রয়েছে। যেমনঃ 

  1. Redmi Note 13 Pro, 
  2. Samsung Galaxy S23 FE, 
  3. Honour 90,
  4. Realme 11 Pro Plus, 
  5. Oppo Reno 10, 
  6. Motorola H14 EO, 
  7. Google Pixel 7,
  8. Nothing Phone 2, 
  9. One Note 3, 
  10. Vivo V29 & V29 Pro 
  11. Poco F5 and F5 Pro
  12. Poco X5 pro

ইত্যাদি।

কিছু বাজেট স্মার্টফোন :

কিছু বাজেটের মধ্যেও বাজারে অনেক ভালো ফোন রয়েছে। যেমনঃ Samsung Galaxy A04, Walton Orbit Y21, Infinix Hot Play, Symphony Innova 10, Symphony Z60, Tecno Pop 7, Realme C33, Xiaomi Redmi A1 Plus, Samsung Galaxy M02s, Walton Primo RX 8 mini, Realme Narzo 30A, Motorola Moto G40 ইত্যাদি। 

কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর :

১) ফ্লাগশিপ ফোন কি? 

উত্তর : মটোফোনের বাজার জুড়ে যে সকল ফোন নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেগুলোকে ফ্লাগশিপ ফোন বলে। ফ্লাগশিপ ফোনগুলো নিদিষ্ট ফিচার সমৃদ্ধ থাকে। ফ্লাগশিপ ফোন গুলো সাধারণত অনান্য ফোন থেকে অনেকটা দামি হয়ে থাকে।

২) ২০২৩ সালে সেরা ফ্লাগশিপ ফোন কোনটি ছিল? 

উত্তর : ২০২৩ সালে সেরা ফ্লাগশিপ ফোন ছিল Samsung GaUltra S23 Ultra 5G। যার বাংলাদেশ মুল্য ৯৬,৫০০ টাকা। 

৩) নরমাল ফোন ও ফ্লাগশিপ ফোন এর পার্থক্য কি? 

উত্তর : নরমাল ফোন থেকে ফ্লাগশিপ ফোন গুলো দ্রুত এবং অনেক বেশি অপ্টিমাইজড পারফরম্যান্স অফার করে থাকে। নরমাল ফোনের তুলনায় ফ্লাগশিপ ফোন ভালো চিপসেট দ্বারা চালিত হয়।

৪) মিড-রেঞ্জ ফোন কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত ? 

উত্তর : মিড-রেঞ্জ ফোন কিনার সময় ফিনের ডিসপ্লে, ব্যাটারি লাইফ, ফোনের ক্যামেরা, ফোনের কর্মদক্ষতা, ফোনের স্টোরেজ, বিল্ড কোয়ালিটি, সফ্টওয়্যার বিষয়গুলো মাথায় রাখা উচিত। 

আমাদের শেষকথা : 

২০২৪ সালে আসতেছে নতুন নতুন অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। নতুন নতুন আপডেট এর কারণে ফোনগুলো জনপ্রিয়তা লাভ করবে।২০২৪ এ পাবেন বাজেটের মধ্যে কিছু ফ্ল্যাগশিপ ফোন।এছাড়াও ২০২৪ সালে মিড-রেঞ্জ এর অনেক ধরনের ভালো ফোন পাওয়া যাবে। পাওয়া যাবে বাজেটের মধ্যে স্মার্টফোন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আরো অনেক টপিক নিয়ে বিস্তারিত জানতে ফলো করুন।

BD Govt

B Govt. Com এর পক্ষ থেকে স্বাগতম। BD Govt সাইটে সরকারি সকল চাকরির খবর, শিক্ষামূলক তথ্য, স্বাস্থ্য টিপস, টেকনোলজি এবং বাংলাদেশের সরকারি তথ্য দেওয়া হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button