মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
আপনি যদি “মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম” সম্পর্কে জানতে চান তবে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্যই! বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে অনেকেই “মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম” লিখে সার্চ করতে থাকেন। যেহেতু মোবাইলেই এখন ঘরে বসে রেজাল্ট জেনে নেওয়া যাচ্ছে তাই বোর্ড পরীক্ষার রেজাল্ট জানার জন্য এখন আর কেউই তেমন শিক্ষা প্রতিষ্ঠানে যায়না।
বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তথ্য ও প্রযুক্তি এখন এতটাই উন্নত যে মোবাইল বা স্মার্টফোনের মাধ্যমে আমরা ঘরে বসেই প্রায় সকল ধরনের তথ্যসেবা গ্রহণ করতে পারছি অনায়াসেই! সেইসাথে আমাদের শিক্ষাক্ষেত্রও কিন্তু প্রতিনিয়ত এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলছে।
বর্তমানে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স, কারিগরি, মাদ্রাসার বোর্ড, বিভিন্ন চাকুরী পরীক্ষাগুলোর মতো প্রায় সকল ধরনের পরীক্ষার ফলাফলই কিন্তু আমরা খুব সহজেই ঘরে বসে মোবাইলে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি, যা আমাদের জন্য সময় ও পরিশ্রম সাশ্রয়ী।
আজকের আর্টিকেলে, আমরা “মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম” এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই রেজাল্ট দেখার পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা করবো। চলুন এবার জেনে নেই, “মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম” সংবলিত আমাদের আজকের আর্টিকেলে কি কি রয়েছে!
আলোচ্য বিষয়
- জেএসসি / জেডিসি রেজাল্ট দেখার নিয়ম
- এসএসসি / দাখিল রেজাল্ট দেখার নিয়ম
- এইচএসসি / আলিম রেজাল্ট দেখার নিয়ম
- অনার্স রেজাল্ট দেখার নিয়ম
- ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম
- ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
- মাদ্রাসার যেকোনো রেজাল্ট দেখার নিয়ম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম
- মোবাইলে কারিগরি পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম
- বিভিন্ন বোর্ডের সংক্ষিপ্ত ফর্ম
- আমাদের শেষ কথা
মোবাইলে জেএসসি/জেডিসি রেজাল্ট দেখার নিয়ম
জেএসসি বা জেডিসি পরীক্ষার ফলাফল দেখতে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
JSC /JDC <space> রোল_নম্বর <space> পাশের সন <space> বোর্ড_নেম এবং পাঠিয়ে দিতে হবে 16222 এই নম্বরে।
উদাহরণঃ JSC 123456 2023 DHA
আপনাকে একটি ফিরতি SMS এর মাধ্যমে আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
মোবাইলে এসএসসি/ দাখিল রেজাল্ট দেখার নিয়ম:
মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখুন SSC/DAKHIL <space> রোল_নম্বর <space> রেজাল্ট_বছর <space> বোর্ড এবং সেন্ড করে দিন 16222 নাম্বারে।
উদাহরণঃ SSC 658421 2023 DHA
মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল দেখতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবেঃ
HSC/ ALIM <space> রোল_নম্বর <space> রেজাল্ট_বছর <space> বোর্ড_নেম এবং পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।
উদাহরণ: HSC 983934 2023 DHA
মোবাইলে অনার্স রেজাল্ট দেখার নিয়ম
অনার্স পরীক্ষার ফলাফল দেখতে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন;
NU <space> H1/ H2/H3/H4 রোল_নম্বর <space> রেজাল্ট_বছর <space> বোর্ড_নেম এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: NU H2 456789 2023 DHA
মোবাইলে ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন:
NU<স্পেস>DEG<স্পেস> Roll Number এবং পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরণ: NU DEG 78936778
আপনাকে ফিরতি SMS এর মাধ্যমে আপনার ডিগ্রী রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
(বিঃদ্র; রেজাল্ট জানার জন্য SMS করলে আপনার ব্যালেন্স একাউন্ট থেকে ২.৫০ পয়সা SMS চার্জ হিসেবে কেটে নেয়া হবে, তাই ফোনে ব্যালেন্স থাকা আবশ্যক)
ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
আপনি চাইলে SMS না করেও স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে রেজাল্ট জেনে নিতে পারেন। প্রতিষ্ঠানের নাম বা পরীক্ষার নাম জানা থাকলে, সরাসরি গুগলে সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে দেখতে পারেন। অনেক সময় পরীক্ষার রেজাল্ট এবং নোটিশ সংক্রান্ত তথ্য সরাসরি প্রদান করা হয় সেইসব প্রতিষ্ঠান বা বোর্ডগুলোর ওয়েবসাইটে।
এছাড়াও আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে Education board.bd লিখে সার্চ করলে প্রথমেই যেই সাইটটি দেখতে পাবেন সেটিই “বাংলাদেশ এডুকেশন বোর্ড” এর অফিশিয়াল সাইট। এখানে গিয়ে আপনি আপনার পরীক্ষার নাম, সাল, বোর্ড এবং রোল নম্বর / রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে খুব অল্প সময়ের মধ্যেই যেকোনো পরীক্ষার রেজাল্ট জেনে নিতে পারেন।
মাদ্রাসার যেকোনো রেজাল্ট দেখার নিয়ম
মাদ্রাসার যেকোনো রেজাল্ট আপনি কিভাবে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন তা ইতিমধ্যেই দেখিয়েছি। আপনি সাধারণ শিক্ষাবোর্ড এর পরীক্ষার ফলাফলের মতোই মাদ্রাসার ফলাফলগুলো এসএমএস এর মাধ্যমে জানতে পারেন। চলুন আমরা “মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম” এই অংশে ইন্টারনেট ব্যবহার করে মাদ্রাসার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে মাদ্রাসার রেজাল্ট জানতে পারি তা দেখে নেই।
মাদ্রাসার রেজাল্ট জানতে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করুন https://bmeb.gov.bd/.com. (চাইলে লিংকটি এখান থেকে কপি করেও ব্রাউজারে পেস্ট করতে পারেন)
এবার মূল পেইজে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। এখন পেইজ নির্দেশনা অনুযায়ী আপনার পরীক্ষার নাম, পাশের সাল, রোল নম্বর /রেজিষ্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে তথ্য প্রদান সম্পন্ন করুন। সঠিকভাবে তথ্য প্রদান করলে আপনি কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। যেহেতু রেজাল্ট প্রকাশ হলে বহু শিক্ষার্থী একইসাথে রেজাল্ট সার্চ করে তাই মাঝেমধ্যে সার্ভারে একটুখানি সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে বারবার রিফ্রেশ করে চেষ্টা করুন অথবা একটু অপেক্ষা করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের করার নিয়ম
চলুন এবার জেনে নেয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট জানার নিয়ম সম্পর্কে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট জানতে হলে প্রথমে আপনাদের স্মার্টফোনের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখুন https://www.nu.ac.bd/results.
এবার এই ওয়েবসাইটে ভিজিট করে নিম্নলিখিত স্টেপগুলো অনুসরণ করুন।
১. ডিগ্রী/ অনার্স/ মাস্টার্স অপশনে ক্লিক করুন।
২. আপনার কোর্স ও কোর্সের বর্ষ সিলেক্ট করুন।
৩. নির্ভুলভাবে আপনার রেজিষ্ট্রেশন ও রোল নম্বর দিন।
৪. ক্যাপচা পূরন করুন।
৫. সবশেষে সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করুন।
সঠিক ও নির্ভুলভাবে তথ্য প্রদান করে থাকলে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার রেজাল্টের একটি ডিজিটাল কপি পেয়ে যাবেন যা চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন।
মোবাইলে কারিগরি পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম
কারিগরি পরীক্ষার রেজাল্ট জানতে আপনার মোবাইল ফোনের গুগলক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করুন : http://www.bteb.gov.bd/.
এরপর মেন্যুতে গিয়ে রেজাল্ট অপশনে ক্লিক করুন। এবার আপনার পরীক্ষার সাল, বর্ষ, এবং রোল নম্বর / রেজিষ্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য প্রদান করে সার্চ রেজাল্টে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করলেই আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন।
বিভিন্ন বোর্ডের সংক্ষিপ্ত ফর্ম
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানার আগে যে বিষয়টি আপনার আগে জানা প্রয়োজন তা হলো বিভিন্ন বোর্ডের সংক্ষিপ্ত রুপ। চলুন এবার দেখে নেই মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য বিভিন্ন বোর্ডের কিছু সংক্ষিপ্ত রুপ।
ঢাকা বোর্ড- DHA
কুমিল্লা বোর্ড- CUM
রাজশাহী বোর্ড- RAJ
খুলনা বোর্ড – KHU
সিলেট বোর্ড- SYL
যশোর বোর্ড- JES
মাদ্রাসা বোর্ড- MAD
দিনাজপুর বোর্ড- DIN
(বিঃদ্র; সারাদেশব্যপী মাদ্রাসা বোর্ড একটিই)
এখানে যেই বোর্ডগুলো উল্লেখ করা হয়নি সেগুলোর ক্ষেত্রেও একইভাবে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ব্যবহার করতে হবে।
আমাদের শেষ কথা
মোবাইলে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখা খুব সহজ হলেও অনেকেই এর সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত নয়। আজকের এই আর্টিকেলে আমরা চেষ্টা করেছি মোবাইলের রেজাল্ট দেখার সকল নিয়ম সম্পর্কে জানাতে। এছাড়াও আমরা চেষ্টা করেছি একটি আর্টিকেলে প্রায় সব ধরনের রেজাল্ট মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে দর্শকদের তথ্য প্রদান করতে। আশা করি আমাদের মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সংবলিত আজকের আর্টিকেলটি পাঠকের উপকারে আসবে, আর এতেই একজন লেখক বা লেখিকার স্বার্থকতা। আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না!