৫ম গণবিজ্ঞপ্তি শূন্য পদের তালিকা ২০২৪ | Ntrca শূন্য পদের তালিকা 2024 pdf: এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের মধ্যে শিক্ষক-শিক্ষিকার ০ পদ রয়েছে। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্য প্রকাশিত হয়েছে এবং ১৭ এপ্রিল ২০২৪ তারিখ থেকে নিম্নোক্ত বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন চলমান রয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
৫ম গণবিজ্ঞপ্তি শূন্য পদ ২০২৪
২০২৪ সালের পঞ্চম কনা বিজ্ঞপ্তিতে শূন্য পদ সংখ্যা ৯৬ হাজার ৭৩৬টি। এবং আবেদনকারী যোগ্যতা- বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন দারি সনদ থাকতে হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার গ্রহণ ও প্রত্যয়ন বিধি মেলা ২০০৬ সাল অনুসারে সনদ থাকতে হবে।
পঞ্চম গণ বিজ্ঞপ্তি ১৬ তম শিক্ষক নিবন্ধন ও ১৭ তম শিক্ষক নিবন্ধন সনদ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রত্যেক নিবন্ধন ধারী প্রার্থী স্কুল, কলেজ এবং স্কুল পর্যায়ে ২ এর মধ্যে যেকোনো একটি পর্যায়ে আবেদন করতে পারবেন।
একজন প্রার্থী ০ পথ এর তালিকা থেকে সর্বোচ্চ ৪০ টি প্রতিষ্ঠান চয়েজ করতে পারবেন। তবে সর্বোপরি তার মেধা স্কোর এর ভিত্তিতে একটি প্রতিষ্ঠান নির্বাচিত হবেন।
এছাড়া কোন প্রার্থীর একাধিক নিবন্ধন সনদ থাকলে সেই একাধিক নিবন্ধন প্রার্থী আলাদাভাবে শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন। অর্থাৎ কোন প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের নিবন্ধন সনদ থেকে থাকে। এবং তিনি যদি বই পর্যায়ের পথে আবেদন করেন তবে তাকে যে কোন একটি কলেজ পর্যায়ে নির্বাচিত করা হবে। আর একান্তই কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে তাহলে তাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে।
৫ম গণ বিজ্ঞপ্তিতে বয়স ছাড় দিয়েছে এনটিআরসিএস সদস্য নূরে আলম সিদ্দিকী
২০২৪ সালের ৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দিয়েছে এনটিআরসিএ। আজ ৩১ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও প্রার্থীদের বয়স গণনা করা হবে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে।
বয়স সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ বলেছে, ‘প্রার্থীর বয়স ০১ জানুয়ারি, ২০২৪ খ্রি: তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে।’ অর্থাৎ ৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে প্রায় তিন মাস ছাড় দেওয়া হয়েছে।
৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনটি প্রদানের তারিখ ও সময়
১৭ই এপ্রিল ২০২৪ তারিখ থেকে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং ১৭ এপ্রিল থেকেই আপনারা আপনাদের আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে পারবেন এবং সর্বশেষ ১০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন ফি প্রদান করতে পারবেন।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ সংখ্যা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) শূন্য পদের সংখ্যা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক। ৯৬ হাজার ৮০৬টি পদের মধ্যে স্কুলে ৪২ হাজার ৮৬৬টি, কলেজে চার হাজার ৩৭১, কারিগরিতে এক হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। চলতি মার্চ মাসের শেষে অথবা এপ্রিলের শুরুতে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এনটিআরসিএ।
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে—জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান সাইফুল্লা হিলা জব বলেছেন-ইতোমধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ষষ্ঠ কণা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী রা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবং সেখানে ১৬ তম শিক্ষক নিবন্ধন ১৭ তম শিক্ষক নিবন্ধন এবং ১৮ তম শিক্ষক নিবন্ধন ও ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি ২০২৪ – ৫ম গণ বিজ্ঞপ্তি কবে ও শূন্য পদের তালিকা
এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি ২০২৪: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২৪ সালের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
আপনি যদি একজন যোগ্য ও দক্ষ শিক্ষক হন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হন, তাহলে এই গণবিজ্ঞপ্তিটি আপনার জন্য।
এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তির শূন্যপদ দেখার নিয়ম
১। ব্রাউজার চালু করুন এবং ওয়েবসাইটে প্রবেশ করুন
- প্রথমে, আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে একটি ব্রাউজার চালু করুন।
- http://ngiresult.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২। পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্য পদের তালিকা নির্বাচন করুন
- ওয়েবসাইটে প্রবেশ করার পর, “শূন্য পদের তালিকা” ট্যাবে ক্লিক করুন।
- “৫ম গণবিজ্ঞপ্তি” বিকল্পটি নির্বাচন করুন।
৩। লগইন করুন
- আপনার এনটিআরসিএ নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রদান করে লগইন করুন।
- “লগইন” বোতামে ক্লিক করুন।
৪। জেলা, উপজেলা এবং থানা নির্বাচন করুন
- “জেলা” ড্রপডাউন মেনু থেকে আপনার জেলা নির্বাচন করুন।
- “উপজেলা” ড্রপডাউন মেনু থেকে আপনার উপজেলা নির্বাচন করুন।
- “থানা” ড্রপডাউন মেনু থেকে আপনার থানা (যদি থাকে) নির্বাচন করুন।
- “সাবমিট” বোতামে ক্লিক করুন।
৫। শূন্য পদের তালিকা দেখুন
- আপনার উপজেলার সকল শূন্য পদগুলো আপনার সামনে প্রদর্শিত হবে।
- আপনি চাইলে বিষয় অনুসারে শূন্য পদের তালিকা ফিল্টার করতে পারেন।
৫ম গণবিজ্ঞপ্তির মেধা তালিকা
৫ম গণবিজ্ঞপ্তির মেরিট লিস্ট দেখুন
এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি ২০২৪: শূন্য পদের তালিকা
শূন্য পদের সংখ্যা নিম্নরূপ
বিষয় | শূন্য পদের সংখ্যা |
---|---|
সহঃ শিক্ষক- বাংলা | ৪৪০৫ |
সহকারী মৌলভী | ৮৪৮০ |
সহঃ শিক্ষক- ইংরেজী | ৬৫৬৫ |
এবতেদায়ী শিক্ষক | ১৩৪১ |
সহঃ শিক্ষক- তথ্য ও যোগাঃ প্রযুক্তি | ৬৫৫১ |
এবতেদায়ী মৌলভী | ৭১৪৫ |
সহঃ শিক্ষক- গণিত | ৩২২৩ |
এবতেদায়ী ক্বারী | ৪৪০৫ |
সহঃ শিক্ষক- সামাজিক বিজ্ঞান | ১৯৮৫ |
প্রদর্শক-আইসিটি | ৮৪৮০ |
সহঃ শিক্ষক- ব্যবসায় শিক্ষা | ৯৯৬ |
প্রদর্শক-পদার্থ | ৪৪০৫ |
সহঃ শিক্ষক- কৃষি শিক্ষা | ১৭৯০ |
প্রদর্শক-রসায়ন | ৮৪৮০ |
সহঃ শিক্ষক ভৌত বিজ্ঞান | ১২৪৮৬ |
প্রদর্শক-উদ্ভিদ ও প্রাণিবিদ্যা | ৩২২৩ |
সহঃ শিক্ষক- জীব বিজ্ঞান | ৬৫৫১ |
কম্পিউটার প্রদর্শক | ৭১৪৫ |
সহঃ শিক্ষক- পদার্থ | ১৩৮ |
ট্রেড ইনস্ট্রাক্টর-আইসিটি | ১০৪ |
সহঃ শিক্ষক- রসায়ন | ১৩০ |
ট্রেড ইনস্ট্রাক্টর-ড্রেস মেকিং | ৬০ |
শরীরচর্চা শিক্ষক | ৫০৪৫ |
ট্রেড ইনস্ট্রাক্টর-কমিউঃ টেকনোলজি | ৭৫ |
ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম) | ১৩৮১ |
ট্রেড ইনস্ট্রাক্টর-জেনারেল ইলেকট্রনিক্স | ৪৫ |
ধর্ম ও নৈতিক শিক্ষা (হিন্দু ধর্ম) | ৫০৮ |
ট্রেড ইনস্ট্রাক্টর-ইলেকট্রিকাল মেইন্টেনেন্স ওয়ার্কস | ৭৫ |
ধর্ম ও নৈতিক শিক্ষা (বৌদ্ধ) | ৫৪ |
ট্রেড ইনস্ট্রাক্টর-সিভিল কনস্ট্রাকশন | ৩৫ |
ধর্ম ও নৈতিক শিক্ষা (খ্রিষ্টান) | ৩৭ |
ট্রেড ইনস্ট্রাক্টর-ফুড প্রসেসিং | ৬৭ |
সহঃ শিক্ষক- গার্হস্থ্য অর্থনীতি | ১০৪২ |
ট্রেড ইনস্ট্রাক্টর-জেনারেল মেকানিক | ৪৫ |
সহঃ শিক্ষক- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান | ৪৯৫৬ |
শূন্য পদ দেখার নিয়ম
৫ম গণবিজ্ঞপ্তি কবে শূন্য পদের তালিকা দেখতে ক্লিক করুন
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল বিষয়ের লিখিত সাজেশন দেখুন এখানে