২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়
আসি আসি করে পবিত্র রমজান মাস আবারো প্রায় চলে এলো। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান একটি। তাই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই প্রিয় একটি মাস এই রমজান।
২০২৪ সালের পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি (Emirates Astronomical society).
গত বছরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল।
আমাদের আজকের আর্টিকেলে আমরা ২০২৪ সালের শবে মেরাজ, শবে বরাত, রমজান, ইদুল ফিতর ও ইদুল আযহার তাৎপর্য ও সম্ভাব্য তারিখ সম্পর্কে আলোচনা করতে চলেছি।
আলোচ্য সূচিপত্র
- ২০২৪ সালের শবে মেরাজ এর সম্ভাব্য সময়
- ২০২৪ সালের শবে বরাতের সম্ভাব্য সময়
- ২০২৪ সালের প্রথম রমজানের সম্ভাব্য সময়
- ২০২৪ সালের পবিত্র শবে কদরের সম্ভাব্য সময়
- ২০২৪ সালের ইদুল ফিতরের সম্ভাব্য সময়
- ২০২৪ সালের ইদুল আযহার সম্ভাব্য সময়
- আমাদের শেষ কথা
২০২৪ সালের শবে মেরাজ এর সম্ভাব্য সময়
২০২৪ সালের ৯ ই ফেব্রুয়ারি, শবে মেরাজ দিনটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে বিশেষ ইবাদত-বন্দেগির দিন। কোনো কোনো শায়েখদের মতে, এই দিনে হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে এবং তারপর সপ্তম আসমানে উঠেন যেখানে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন নির্দেশনা পান। কথিত আছে মুসলিমদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজও এই দিনেই মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে বান্দাদের উপর ফরজ করা হয়েছিলো। তাই শবে মেরাজ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিনে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ন্যায় ও সত্যের পথে চলার শপথ নেয় এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত কাটায়।
সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি (Emirates Astronomical society) এর ঘোষনামতে ২০২৪ সালের ৯ ই ফেব্রুয়ারী রোজ সোমবার পবিত্র ‘’শবে মেরাজ’’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের শবে বরাতের সম্ভাব্য সময়
শবে বরাতকে “লাইলাতুল বরকত” বা বরকতের মাস বলা হয়। আরবি শাবান মাসের ১৪ তারিখে শবে বরাত পালিত হয়। শাবান মাসের পরেই আসে আরবি রমজান মাস। শবে বরাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন ধর্মীয় দিবস। বিভিন্ন শায়েখদের মতে, এদিনে মহান আল্লাহতায়ালা বান্দার আমলনামার দিকে তাকিয়ে থাকেন। এবং যারা ক্ষমা প্রার্থনা করেন এবং ভালো আমল করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এ রাতে আল্লাহ তার বান্দাদের সমস্ত দোয়া কবুল করেন। তাই এই রাতকে দুয়া কবুলের রাতও বলা হয়।
আমিরাতস এস্ট্রোনোমিকাল সোসাইটি ( Emirates astronomical society) এর মতে ২০২৪ সালের ২৫ই ফেব্রুয়ারী রোজ সোমবার শবে বরাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনটি বাংলাদেশে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে থাকে।
২০২৪ সালের প্রথম রমজানের সম্ভাব্য সময়
ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ন ও পবিত্র মাস হলো রমজান। এই পবিত্র মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সহবাস থেকে বিরত থাকেন। মহান আল্লাহপাকের প্রতি ভীতি প্রদর্শন ও তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রোজা পালন করার মাধ্যমে মুসলিমগন তাদের পানাহার ও কামনা বাসনাকে নিয়ন্ত্রন করতে শিখে যা তাদের আত্মসংযম ও আত্মশূদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। রমজান মাস মহান আল্লাহতায়ালার অশেষ রহমত ও অনুগ্রহ লাভের মাস। তাই মুসলিমগন বেশি বেশি ইবাদত ও বন্দেগীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও নৈকট্য লাভ করার চেষ্টা করে।
এই মাসের গুরুত্বের আরো একটি বড় কারন হলো; এই মাসে আল্লাহতায়ালা আমাদের প্রিয় নবী ও রাসূল ‘’হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম’’ পবিত্র কুরআন মাজিদ নাযিল করেছিলেন, যা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পূর্নাঙ্গ জীবন বিধান হিসেবে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ২০২৪ সালের রমজান মাস ১১ই মার্চ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে। তবে যেহেতু রমজান মাসের সূচনা ও ইদুল ফিতরের তারিখ চাঁদ দেখার উপরে নির্ভর করে থাকে, তাই এই সম্ভাব্য সময়ের কিছুটা পরিবর্তনও হতে পারে।
আ্মাদের আরো কিছু আর্টিকেল
- প্যাসিভ ইনকামের সেরা ১০টি আইডিয়া
- মহিলাদের জন্য সেরা ১০টি ইনকাম আইডিয়া
- শীতে ত্বক ও চুলের পরিচর্যা
- কিভাবে পেওনিয়ার একাউন্ট খুলবেন
- ছেলে বাবুদের অর্থসহ ইসলামিক নাম
- মেয়ে বাবুদের অর্থসহ ইসলামিক নাম
২০২৪ সালের পবিত্র শবে কদরের সম্ভাব্য সময়
শবে কদর বা লাইলাতুল কদর রমজান মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে যেকোন একটি রাতে হতে পারে বলে বিভিন্ন ওলামায়েগন বলে থাকেন। শবে কদরকে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী বলা হয়। বিভিন্ন ইসলামী বুজুর্গদের মতে এ রাতে আল্লাহতায়ালা তার বান্দাদের দয়া কবুল করে থাকেন। তাই এই দিনটি মুসলিমরা বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে। যেহেতু বাংলাদেশে ২০২৪ সালের রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ১১ই মার্চ তাই শবে কদরের সম্ভাব্য সময় ২৫-২৭ মার্চের মধ্যে যেকোনো একটি দিন।
২০২৪ সালের ইদুল ফিতরের সম্ভাব্য সময়
ইসলামের প্রধান দুটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো ইদুল ফিতর। মহান আল্লাহর নৈকট্য ও সন্তষ্টি অর্জনের লক্ষ্যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা বা রোজা পালনের পর ধর্মপ্রাণ মুসল্লিগন শাওয়াল মাসের এক তারিখে এই ইদ বা আনন্দোউৎসব পালন করে থাকে। এই ধর্মীয় অনুষ্ঠানটি মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে। এই দিনে ধনী , গরিব, উচুঁ, নিচু সকল ভেদাভেদ ভুলে সকলে একসাথে আনন্দ উদযাপন করে থাকে। তাই এটি মুসলমানদের জন্য একটি বিশেষ ও গুরুত্বপুর্ন দিন।
২০২৪ সালের ইদুল ফিতর ৮ই এপ্রিল রোজ বুধবারে হতে পারে বলে বিভিন্ন উৎস থেকে জানা গিয়েছে। তবে এতি যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে তাই এই তারিখের কিছুটা পরিবর্তনও হতে পারে। তাই চূড়ান্ত তারিখ জানার জন্য চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০২৪ সালের ইদুল আযহার সম্ভাব্য সময়
ইদুল আযহা মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের মধ্যে আরেকটি। এটিও মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ ও গুরুত্বপূর্ন আনন্দ উৎসব। ইদুল আযহাকে কোরবানীর ইদও বলা হয়ে থাকে। ইদুল ফিতর থেকে প্রায় ৭০ দিন পর শাওয়াল মাসের ১০ তারিখে এই উৎসব পালন করা হয়। এই দিনে মুসলিমরা আল্লাহর সন্তষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানী করে ও তার গোস্ত গরিব মিসকিন ও আত্মীয়দের মাঝে বন্টন করে থাকে। এই ইদ আমাদের আত্মত্যাগী, সংযমী, সামাজিক এবং বিনইয়ি হতে শিক্ষাদান করে। পশু কোরবানী করে বিতরন করার মাধ্যমে মুসলিমরা তাদের ভোগ, বিলাসকে ত্যাগ করে মানবতার স্বার্থে নিজেকে নিয়োজিত করে। এই দিনে মুসলমানগন ইদুল ফিতরের ন্যায় বিভিন্ন মিষ্টান্ন ও ভালো খাবার খাওয়া এবং একসাথে নামায আদায় করে থাকে।
২০২৪ সালের ইদুল আযহা ২৩ই আগষ্ট রোজ শুক্রবার হতে পারে বলে কিছু উৎস থেকে জানা গিয়েছে। তবে চাঁদ দেখার উপরে নির্ভর করে এই তারিখটিও পরিবর্তিত হতে পারে।
শেষ কথা
ইদুল ফিতর ও ইদুল আযহা এই দুটি উৎসব মুসলিম জনগোষ্ঠীর জন্য খুবই গুরুত্বপূর্ন ও বিশেষ উৎসব। এই দিনে ধর্মপ্রাণ মুসলমানগন আল্লাহর অশেষ রহমত ও নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর নিকট প্রার্থনা করে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে কাজ করে থাকে। অন্যদিকে পবিত্র শবে মেরাজ, শবে বরাত, মাহে রমজান ও শবে কদর এই দিনগুলোও মুসলমানদের ইবাদতের জন্য বিশেষ দিন।
আমাদের আজকের আর্টিকেলে, আমরা চেষ্টা করেছি ইসলাম ধর্মের এই বিশেষ দিনগুলোর তাৎপর্য তুলে ধরতে। এরইসাথে ২০২৪ সালের এই দিনগুলোর সম্ভাব্য তারিখ ও জানার চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। আর্টিকেলটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিবার , বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারো ফিরবো অন্য কোনো আর্টিকেল নিয়ে।